

নিয়মাবলী
১। আবেদনকারিণীর বয়েস ২০ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে।
২। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১২ ই অক্টোবর, ২০২৩।
৩। বয়সের প্রমাণপত্র স্ক্যান করে ফর্ম এ আপলোড করতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে ভোটার আইডি, আধার কার্ড, জন্ম শংসাপত্র অথবা মাধ্যমিক এর এডমিট গ্রহণযোগ্য।
৪। খালি গলায় অথবা হারমোনিয়াম/তানপুরা সহযোগে যে কোনও একটি রবীন্দ্রসঙ্গীত (অডিও) আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
৫। প্রথম পর্যায় এর নির্বাচনের পর ২০ জনকে বেছে নেওয়া হবে দ্বিতীয় পর্যায় এর অনলাইন অডিশনে।
৬। দ্বিতীয় পর্যায় এর অডিশনের পর ৫ জনকে বেছে নেওয়া হবে অন্তিম পর্যায়ের জন্য।
৭। অন্তিম পর্যায়ে দুজন নবীনা কে বেছে নেওয়া হবে এবং পুরস্কৃত করা হবে। অন্তিম পর্যায় এর অনুষ্ঠান কলকাতায় অনুষ্ঠিত হবে।
৮। বিভিন্ন পর্যায় এর নির্বাচনের দিনক্ষণ এবং নির্বাচিতদের তালিকা ডাকঘরের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
৯। নির্বাচকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।